Ajker Patrika

‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৪: ৫৪
‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় ফুটবল বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

গতকাল শুক্রবার রাতে মুক্তাগাছার লেংড়া বাজার এলাকায় এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান।

নিহত সোহাগ মিয়া (২৫) উপজেলার জয়দা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুজনও একই এলাকায় থাকেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিল হেরে গেলে সোহাগের সঙ্গে তাঁর বন্ধু তানভীর, জুবায়েরসহ কয়েকজনের কথা কাটাকাটির পর হাতাহাতিও হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। 

তিনি আরও বলেন, ‘গতকাল লেংড়া বাজারে ইসলামি সভা চলছিল। সেখানে সোহাগকে একা পেয়ে তানভীর ও জুবায়েরসহ কয়েকজন তাঁর ওপর হামলা করে। তারা তাঁকে  ছুরিকাঘাত করে। এতে সোহাগ মাটিতে পড়ে যান।’

স্থানীয়রা উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তানভীর ও যুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ থানায় মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত