Ajker Patrika

নান্দাইলে মামাকে হত্যার অভিযোগে ভাগনেসহ গ্রেপ্তার ৩ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে মামাকে হত্যার অভিযোগে ভাগনেসহ গ্রেপ্তার ৩ 

নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের মো. মাজিদ উদ্দিন নামের এক বৃদ্ধকে হত্যা মামলায় তার ভাগনেসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া ও লালবাগ থানাধীন শহীদনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব ১৪।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর জাহাঙ্গীরপুর দিঘলাপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ (৪০), সজিব মিয়া (২২), আব্দুল হালিমের ছেলে মো. রনি মিয়া (২২)।

র‍্যাব বলছে, গত শুক্রবার দুপুরে বসতবাড়ির সীমানা নির্ধারণ করা নিয়ে গ্রেপ্তার আব্দুর রশিদের সঙ্গে মামা মাজিদ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রশিদ বাঁশের লাঠি দিয়ে মাজিদ উদ্দিনের মাথার ডান পাশে আঘাত করে। এতে মাজিদ উদ্দিন গুরুতর জখম হন। আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. সুরুজ আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত