Ajker Patrika

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই রতন বিশ্বাসের দায়ের কোপে গুরুতর আহত ছোট ভাই বিমল বিশ্বাস মারা গেছেন। আজ বুধবার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বিমল বিশ্বাস (৪৫) ও ঘাতক রতন বিশ্বাস (৪৮) উপজেলার বাঘমারা গ্রামের রামেরসর বিশ্বাসের ছেলে। 

জানা গেছে, গত ৫ ডিসেম্বর দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই বিমল বিশ্বাসকে দা দিয়ে মাথায় কোপ দেন বড় ভাই রতন বিশ্বাস। এতে বিমলের মাথার মগজ বের হয়ে যায়। এ সময় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা ময়মনসিংহে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই বিমলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে মারা যান তিনি। পরদিন সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। 

এ ঘটনার পরপরই ৫ ডিসেম্বর রাতে মৃত বিমলের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত রতন বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে রতন বিশ্বাস এখন কারাগারে রয়েছেন। 

এ বিষয়ে ওসি বলেন, ভুক্তভোগী মারা যাওয়ায় আসামির বিরুদ্ধে হত্যা মামলার ধারা যুক্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত