Ajker Patrika

ফুলপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ০৩
Thumbnail image

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটিতে একটি কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের চালক আনোয়ারকে আটক করা হয়। তিনি শেরপুর সদর উপজেলার নওহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে। 

নিহতরা হলেন ফুলপুর পৌরসভার কলেজ রোডের নাজমুল হক দুলাল মিয়ার ছেলে শাকিব ও দিউগ্রামের আমজাদ শিকদারের ছেলে আজহার। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  গতকাল রাতে ওই এলাকায় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান ফুলপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত