শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল (৪২) শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। একই দিন আসামি নজরুলকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রায় ১৬–১৭ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে আজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নজরুল ইসলাম। শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন নজরুল। তাঁদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়। তবে অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
২০০৮ সালের ২৩ মে দুপুরে পারিবারিক কলহের জেরে নজরুল স্ত্রীকে নিজ বাড়ির দিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। পরে র্যাব আসামিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি নজরুল পলাতক ছিলেন। তিনি ঢাকায় চায়ের দোকান দিয়ে জীবনযাপন করে আসছিলেন। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল (৪২) শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। একই দিন আসামি নজরুলকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রায় ১৬–১৭ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে আজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নজরুল ইসলাম। শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন নজরুল। তাঁদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়। তবে অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
২০০৮ সালের ২৩ মে দুপুরে পারিবারিক কলহের জেরে নজরুল স্ত্রীকে নিজ বাড়ির দিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। পরে র্যাব আসামিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি নজরুল পলাতক ছিলেন। তিনি ঢাকায় চায়ের দোকান দিয়ে জীবনযাপন করে আসছিলেন। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে