শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল (৪২) শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। একই দিন আসামি নজরুলকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রায় ১৬–১৭ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে আজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নজরুল ইসলাম। শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন নজরুল। তাঁদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়। তবে অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
২০০৮ সালের ২৩ মে দুপুরে পারিবারিক কলহের জেরে নজরুল স্ত্রীকে নিজ বাড়ির দিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। পরে র্যাব আসামিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি নজরুল পলাতক ছিলেন। তিনি ঢাকায় চায়ের দোকান দিয়ে জীবনযাপন করে আসছিলেন। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল (৪২) শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। একই দিন আসামি নজরুলকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রায় ১৬–১৭ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে আজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের নজরুল ইসলাম। শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন নজরুল। তাঁদের ঘরে দুটি সন্তানের জন্ম হয়। তবে অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
২০০৮ সালের ২৩ মে দুপুরে পারিবারিক কলহের জেরে নজরুল স্ত্রীকে নিজ বাড়ির দিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। পরে র্যাব আসামিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি নজরুল পলাতক ছিলেন। তিনি ঢাকায় চায়ের দোকান দিয়ে জীবনযাপন করে আসছিলেন। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪