
বলিভিয়ায় বামপন্থী দল মুভিমিয়েন্তো আল সোসিয়ালিজমোর (মাস) প্রায় ২০ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে মধ্য ডানপন্থী রদ্রিগো পাজ পেরেইরা (৫৮) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় (রান অফ) ৯৭ শতাংশের বেশি ব্যালট গণনা শেষে পেরেইরা পেয়েছেন ৫৪ দশমিক ৬ শতাংশ।

ফ্রেই জিলসন বলেন, ‘মিষ্টি আর কোমল পানীয় ত্যাগ করা তখন আর বড় ত্যাগ মনে হচ্ছিল না। তাই ভাবলাম, আমার ঘুমটাই ঈশ্বরকে উৎসর্গ করি।’

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের পুরো কূটনৈতিক দলকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার চেষ্টা করা ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ার নাগরিককে আটক করার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ থেকে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। যদি মার্কিন সাম্রাজ্য ভেনেজুয়েলায় সামরিক আক্রমণ চালায়, তবে আমাদের জনগণ, শান্তি ও স্থিতিশীলতা