Ajker Patrika

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক স্বামী 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৮: ০০
অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক স্বামী 

সাতক্ষীরার শ্যামনগরে অন্তঃসত্ত্বা স্ত্রী আশরাফুন্নেছাকে (৩০) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী শফিকুল গাজীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়। এর আগে ভোরে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার করেন শফিকুল গাজী। 

মৃত আশরাফুন্নেছা ও শফিকুল গাজীর এক মেয়ে সন্তান রয়েছে। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, স্বামী শফিকুল ইসলাম নির্যাতন করে আশরাফুন্নেছাকে হত্যা করেছেন। তবে শফিকুলের পরিবার এটি আত্মহত্যা বলে প্রচার করছে। স্থানীয় লোকজন ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

প্রতিবেশী আশরাফুল আলম বলেন, ‘সাংসারিক অভাব-অনটন ও যৌতুকের দাবিতে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গতকাল সোমবার রাতেও আমরা দুজনের চিল্লাচিল্লি শুনেছি। আর আজ সকালে শুনি আশরাফুন্নেছা মারা গেছেন।’ 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আরেক প্রতিবেশী বলেন, ‘আশরাফুন্নেছাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আত্মহত্যা করলে যে চিহ্ন থাকে, তা তাঁর শরীরে নেই।’ 

গাবুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মশিউর রহমান বলেন, স্বামী শফিকুল আশরাফুন্নেছাকে শ্বাসরোধে হত্যা করেছেন। স্বামীর বাড়ির লোকজন বাঁচার জন্য আত্মহত্যার প্রচার করছেন। স্থানীয় লোকজন স্ত্রীকে হত্যার অভিযোগে আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। 
 
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে স্বামী শফিকুলকে আটক করা হয়েছে। 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত