Ajker Patrika

জীবননগরে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ, আটক ৩ 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৩, ১২: ৩৮
Thumbnail image

চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি গতকাল রাত ১০টার দিকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম।

আটক ব্যক্তিরা হলেন ঘুগরোগাছী গ্রামের মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), আছির উদ্দিন (৪৫) ও রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের শাহাবউদ্দিন।

ওসি আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহপুরে স্বর্ণের ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছে বলে জানতে পারি। এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ পল্টু, আছির উদ্দিন ও শাহাবউদ্দিনকে আটক করা হয়। এদের মধ্যে পল্টু ও শাহাবউদ্দিনকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, ‘গতকাল রাতে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাজহারুল ইসলাম পল্টুর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘ডিবি শাহপুর থেকে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে ৷ উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। এ নিয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত