জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি গতকাল রাত ১০টার দিকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম।
আটক ব্যক্তিরা হলেন ঘুগরোগাছী গ্রামের মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), আছির উদ্দিন (৪৫) ও রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের শাহাবউদ্দিন।
ওসি আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহপুরে স্বর্ণের ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছে বলে জানতে পারি। এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ পল্টু, আছির উদ্দিন ও শাহাবউদ্দিনকে আটক করা হয়। এদের মধ্যে পল্টু ও শাহাবউদ্দিনকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, ‘গতকাল রাতে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাজহারুল ইসলাম পল্টুর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘ডিবি শাহপুর থেকে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে ৷ উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। এ নিয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি গতকাল রাত ১০টার দিকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম।
আটক ব্যক্তিরা হলেন ঘুগরোগাছী গ্রামের মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), আছির উদ্দিন (৪৫) ও রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের শাহাবউদ্দিন।
ওসি আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহপুরে স্বর্ণের ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছে বলে জানতে পারি। এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ পল্টু, আছির উদ্দিন ও শাহাবউদ্দিনকে আটক করা হয়। এদের মধ্যে পল্টু ও শাহাবউদ্দিনকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, ‘গতকাল রাতে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাজহারুল ইসলাম পল্টুর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘ডিবি শাহপুর থেকে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে ৷ উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। এ নিয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
১৭ ঘণ্টা আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৪ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪