যশোর প্রতিনিধি
দল ত্যাগ করায় যশোরে লাবণী ওরফে লাভলী (৩০) নামের তৃতীয় লিঙ্গের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সদর উপজেলার নারাঙ্গালী হালসা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
নিহত লাবণী শহরের বেজপাড়া চিরুনিকল এলাকার করিম মিস্ত্রির সন্তান।
নিহত লাবণীর সঙ্গী সেলিনা জানান, তাঁরা সকাল ৮টার দিকে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলায় যাচ্ছিলেন। হালসা ব্রিজের অদূরে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় তারা পিস্তল বের করে লাবণীকে গুলি করতে যায়। কিন্তু পিস্তল থেকে গুলি বের না হলে তারা অস্ত্রের মুখে সবাইকে ইজিবাইক থেকে নামিয়ে দেয়। একপর্যায়ে লাবণী পিস্তলধারীকে ভাই বলে সম্বোধন এবং সঙ্গী দুজনকে ঘাবড়াতে নিষেধ করেন। পরে ওই অস্ত্রধারীরা লাবণীকে বাইক থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
নিহতের আরেক সঙ্গী নাজমা জানান, লাবণী আগে ঝিকরগাছার পাহাড়ি নামের এক হিজড়া নেতার সঙ্গে কাজ করতেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে তিনি যশোর শহরে চলে আসেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠলে পাহাড়ি প্রায় দুই বছর আগে লাবণীকে মেরে হাত ভেঙে দেন। পরে লাবণী বাদী হয়ে পাহাড়িকে আসামি করে মামলা দায়ের করেন। সে ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।
এদিকে ছুরিকাঘাতের পর লাবণীর সঙ্গীরা স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘ছুরিকাঘাতের দীর্ঘ সময় পর আহতকে হাসপাতালে আনা হয়েছিল। এই সময়ে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মোটিভ উদ্ধার এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে। মামলা হলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দল ত্যাগ করায় যশোরে লাবণী ওরফে লাভলী (৩০) নামের তৃতীয় লিঙ্গের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সদর উপজেলার নারাঙ্গালী হালসা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
নিহত লাবণী শহরের বেজপাড়া চিরুনিকল এলাকার করিম মিস্ত্রির সন্তান।
নিহত লাবণীর সঙ্গী সেলিনা জানান, তাঁরা সকাল ৮টার দিকে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলায় যাচ্ছিলেন। হালসা ব্রিজের অদূরে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় তারা পিস্তল বের করে লাবণীকে গুলি করতে যায়। কিন্তু পিস্তল থেকে গুলি বের না হলে তারা অস্ত্রের মুখে সবাইকে ইজিবাইক থেকে নামিয়ে দেয়। একপর্যায়ে লাবণী পিস্তলধারীকে ভাই বলে সম্বোধন এবং সঙ্গী দুজনকে ঘাবড়াতে নিষেধ করেন। পরে ওই অস্ত্রধারীরা লাবণীকে বাইক থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
নিহতের আরেক সঙ্গী নাজমা জানান, লাবণী আগে ঝিকরগাছার পাহাড়ি নামের এক হিজড়া নেতার সঙ্গে কাজ করতেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে তিনি যশোর শহরে চলে আসেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠলে পাহাড়ি প্রায় দুই বছর আগে লাবণীকে মেরে হাত ভেঙে দেন। পরে লাবণী বাদী হয়ে পাহাড়িকে আসামি করে মামলা দায়ের করেন। সে ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।
এদিকে ছুরিকাঘাতের পর লাবণীর সঙ্গীরা স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘ছুরিকাঘাতের দীর্ঘ সময় পর আহতকে হাসপাতালে আনা হয়েছিল। এই সময়ে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মোটিভ উদ্ধার এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে। মামলা হলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫