Ajker Patrika

ফকিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাগেরহাটের ফকিরহাটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাকে এই সাজা দেওয়া হয়। 

এ রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার। 

সাজাপ্রাপ্ত যুবকের নাম—শহিদুল ইসলাম (২০)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। শহিদুল বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন। 

এ বিষয়ে ফকিরহাট শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় আজকে পত্রিকাকে বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্ত্যক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’ 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, ‘নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত