Ajker Patrika

সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫৭
সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক 

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ আব্দুল হাদি নামের এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। তিনি যশোরের শার্শা থানার শালকোনা গ্রামের সামসুর রহমানের ছেলে। তাঁকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বিজিবি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, মহেশপুরের পোড়াপাড়া এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারসহ একজন ব্যক্তি সীমান্ত এলাকায় যাবেন এমন তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের পাশে অভিযান চালায় বিজিবি। সে সময় সীমান্তের দিকে আসা একটি ভ্যান থেকে আব্দুল হাদিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৯২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত