Ajker Patrika

বাগেরহাটে দুই আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০: ৩৫
বাগেরহাটে দুই আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 

বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে হানিফ হাওলাদারের দেওয়া তথ্যে তাঁর মাছের ঘেরের বাসা থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

মো. হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র দুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে নিহত কারাপাড়া এলাকার সন্ত্রাসী আপনের বলে পুলিশকে জানিয়েছেন হানিফ হাওলাদার। হানিফের ঘেরের ব্যবসা রয়েছে। মাঝে মাঝে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা রয়েছে। 

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকার সরকারডাঙ্গা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু-একজন ক্রেতাকে ইতিমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করে হানিফ হালদারকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত