Ajker Patrika

চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বারসহ আটক ১ 

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৬: ০৪
চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বারসহ আটক ১ 

চুয়াডাঙ্গার জীবননগরে সাতটি স্বর্ণের বারসহ জুয়েল হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ শনিবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার মোল্লাবাড়ী মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামে। তিনি শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য স্বর্ণের বারগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির একটি টহল দল মোল্লাবাড়ী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল হোসেনকে আটক করে তারা। পরে তাঁর কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা এসব বারের ওজন ৭১ ভরি চার রতি। এগুলোর আনুমানিক দাম ৬৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা। 

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জুয়েলের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা করবে। আর স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। বিজিবির সদস্যরা জুয়েলকে নিয়ে জীবননগর থানার উদ্দেশে রওনা হয়েছেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘জুয়েলকে বিজিবির সদস্যরা থানায় নিয়ে এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্ভব হলে আজই জুয়েলকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত