Ajker Patrika

প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা

বাগেরহাটের ফকিরহাটে এক নারীকে (৪০) ধর্ষণ চেষ্টার অভিযোগে মডেল থানায় একটি মামলা হয়েছে। ওই নারী বাদী হয়ে তাঁর মেয়ের প্রাইভেট টিউটরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ আসামি তারক কুমার বিশ্বাসকে (৩৪) গ্রেপ্তার করেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম মামলার সংক্ষিপ্ত বিবরণীর বরাত দিয়ে বলেন, গত ২৭ জুলাই বিকেল ৪টার দিকে তারক বিশ্বাস ওই নারীর ভাড়া বাসায় তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতে যান। এ সময় বাসায় আর কেউ না থাকায় নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি মডেল থানায় একটি মামলা করেছেন। 

জানা গেছে, ওই নারী বিধবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির সুবাদে ফকিরহাট এলাকায় একটি ভাড়া বাড়িতে স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করেন। মাস ছয়েক ধরে তাঁর মেয়েকে প্রাইভেট পড়াচ্ছেন তারক কুমার। প্রাইভেট টিউশনি করাই তারকের পেশা।

পুলিশ অভিযুক্ত তারক কুমার বিশ্বাসকে গতকাল শনিবার দুপুর ১টার দিকে যাত্রাপুরের লাউপালা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি গ্রামের নারায়ণ কুমার বিশ্বাসের ছেলে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত