Ajker Patrika

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৮: ১৭
Thumbnail image

যশোরের ঝিকরগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে হত্যার অভিযোগে ইমরান সরদার (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান শিওরদাহ গ্রামের মোহাম্মদ আজিজুর সরদারের ছেলে। 

নিহতের নাম আল-আমিন (২৫)। তিনি উপজেলার বাউশা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। আল-আমিন শিওরদাহ গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিয়ের পর ঘরজামাই থাকতেন আল-আমিন। স্ত্রী ও শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায়ই ইমরান সরদারের সঙ্গে শিওরদাহ গ্রামের এস এম সরদারের নির্মাণাধীন ভবনের ছাদে সময় কাটাতেন। গতকাল শনিবার রাতে আল-আমিনের কাছে পাওনা ২ হাজার ৪০০ টাকা ফেরত চান ইমরান। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পাশে থাকা রড নিয়ে মারপিট করেন ইমরান। 

এদিকে ছাদে আহত অবস্থায় আল-আমিনকে ফেলে রেখে যান ইমরান। পরে রাতের কোনো এক সময় তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। ভোরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠালে সেখানে তাঁর মৃত্যু হয়। 

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান বলেন, এ ঘটনায় ইমরান সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড। মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত