Ajker Patrika

দর্শনায় দেড় লাখ ডলার ও ইউরোসহ যুবক আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনায় দেড় লাখ ডলার ও ইউরোসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ১ লাখ ৪৩ হাজার ১০০ মার্কিন ডলার ও ১০ হাজার ইউরোসহ মো. তাপস শেখ (২৭) নামের একজনকে আটক করেছে বিজিবি। 

আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা আইসিপি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তাপস ঢাকার ভাঙ্গাপ্রেস যাত্রাবাড়ী এলাকার জালাল উদ্দীনের ছেলে। 

বেলা ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। 

তিনি বলেন, ‘আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার করা হবে। এমন সংবাদ পেয়ে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ তাপস শেখ আটক করা হয়। জব্দ ইউএস ডলার ও ইউরোর মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা।’ 

লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুল জলিল বাদী হয়ে তাপস শেখের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করবেন। আর জব্দ বৈদেশিক মুদ্রাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত