Ajker Patrika

ঝিনাইদহে পান চুরির অভিযোগে মারধর, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
Thumbnail image

ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির সন্দেহে সুর্য্য মাল ওরফে সুয্যু (৫৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলা শালিখা গ্রামে পান চুরির অপরাধে তাঁকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। 

পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মারা যান। নিহত সুর্য্য মাল ওরফে সুয্যু সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্র মালের ছেলে বলে পুলিশ জানিয়েছে। 

স্থানীয়রা জানায়, এলাকায় প্রায়ই পান চুরি হতো। ঘটনার দিন সকালে স্থানীয় পানচাষি আবদুর রহিমের বরজে পান তুলতে দেখে সুর্য্য মালকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারপিট করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। 
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাক্তার রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার চিকিৎসা চলছিল কিন্তু বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করেছিলেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ওসি (তদন্ত) ও একজন এসআই হাসপাতালে যান। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঝিনাইদহ থেকে সিআইডির একটি টিম নিহতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার নাম পরিচয় শনাক্ত করেছেন। পরিচয় শনাক্তের পর তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত