Ajker Patrika

বাগেরহাটে ‘ধর্ষণ’ থেকে বাঁচতে পুরুষাঙ্গ কাটলেন নারী

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের মোল্লাহাটে ধর্ষণ থেকে বাঁচতে এসকেন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটেছেন এক নারী। গত রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী জানান, বেশ কিছু দিন ধরে এসকেন মোল্লা উত্ত্যক্ত করতেন। ঘটনার রাতে বাড়িতে স্বামী-সন্তান কেউই না থাকায় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। মধ্য রাতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ধর্ষণ চেষ্টা করেন এসকেন মোল্লা। একাধিকবার নিষেধ করলেও তিনি শোনেননি। নিজেকে রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে এসকেনকে খাটের ওপর শুয়ে পড়তে বলে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন ওই নারী। এ সময় প্রাণ বাঁচাতে লুঙ্গি ও স্যান্ডেল ফেলে দৌড়ে পালান এসকেন মোল্লা। 

এ বিষয়ে জানতে এসকেন মোল্লার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বড় ভাই আসাদ মোল্লার স্ত্রী রিনা বেগম বলেন, ‘এসকেন চিকিৎসাধীন। কোথায় আছেন তা তিনি জানেন না।’

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, এ ঘটনায় ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত