Ajker Patrika

শার্শায় ৭০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২৩: ১০
শার্শায় ৭০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি ১৬৩ গ্রামের ৭০টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কারসহ দুই পাচারকারীকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির টহল দল। আজ বুধবার বিকেলে সীমান্তের কায়বা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও বালুন্ডা গ্রামের রতন প্রধানের ছেলে হান্নান প্রধান (৩৪)। 

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ হওয়া স্বর্ণের বারের আনুমানিক দাম ৬ কোটি ৫২ লাখ টাকা। 

স্বর্ণের বারসহ দুজনকে আটক করে খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির টহল দল।তানভীর রহমান বলেন, ‘নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচকায়বা আমবাগানের পাশ দিয়ে একটি স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে। পরে চেকপোস্টে একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানো হয়। পরে ভেতরে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ডানে থাকা স্টিয়ারিংয়ের সামনে মিটারের বক্সের ভেতরে স্কচ টেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় ৮ কেজি ১৬৩ গ্রামের মোট ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত