Ajker Patrika

ফুলতলায় শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩০
Thumbnail image

ফুলতলায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম এনায়েত হোসেন ছোটন। তিনি উপজেলার দামোদর রেলস্টেশন এলাকার মৃত ইমান আলী শেখের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ফুলতলা থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী তৃতীয় শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী এনায়েত পরিত্যক্ত মুরগির ফার্ম থেকে নেট আনতে বলেন। শিশুটি ফার্মের মধ্যে ঢুকলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে। তখন এনায়েত দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে স্থানীয় প্রভাবশালী মহল।

পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা মো. খলিলুর রহমান বাদী হয়ে এনায়েত হোসেন ছোটনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত