Ajker Patrika

সাতক্ষীরায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ১৮: ৫৪
সাতক্ষীরায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সাতক্ষীরার সদর উপজেলার রেউই গ্রামে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, আবু হানিফের বাবা মুনসুর সরদার শারীরিক অসুস্থতার জন্য কোনো কাজ করতে পারতেন না। এ নিয়ে ছেলে বাবাকে প্রায়ই বকা দিতেন। একপর্যায়ে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ মাঠের কাজ থেকে বাড়িতে ফিরে এসে বাবাকে ঘরের বারান্দায় বসে থাকতে দেখেন। এতে ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে বঁটি এনে বাবাকে এলোপাতাড়ি কোপান। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

এ ঘটনায় আবু হানিফের চাচাতো ভাই রফিকুল ইসলাম সেদিনই সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই আটক হন আবু হানিফ। ঘটনার ৪ বছর পরে ২০০৯ সালের অক্টোবর মাসে সদর থানার এসআই মিনহাজুল ইসলাম আবু হানিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে বিচারক রাখিবুল ইসলাম আসামি আবু হানিফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু বলেন, আদালতের আদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত