Ajker Patrika

চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও মেয়ে আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৩: ৩৩
চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও মেয়ে আটক

চুয়াডাঙ্গার জীবননগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন নিহতের মেয়ে। 

আজ শনিবার সকালে উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

নিহত ওই ব্যক্তি হলেন মতিয়ার রহমান মতি (৪৫)। এ ঘটনায় আটক মতিয়ার রহমানের মেয়ে ময়না খাতুন (২৫) ও স্ত্রী তাসলিমা খাতুন (৪০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে ময়না খাতুন ও তাঁর মা তাসলিমা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না খাতুন জানিয়েছেন, মতি তাঁকে প্রায় কুপ্রস্তাব দিতেন। গায়েও হাত দিতেন। এতে ক্ষোভে ঘুমন্ত অবস্থায় বাবাকে হত্যা করেন তিনি।’ 

স্থানীয়রা বলছে, শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমানকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা তখন দাবি করছিলেন, বাড়ির সিলিং ফ্যানের পাখায় কেটে গেছে। পরে মেয়ে ময়না খাতুন নিজে এই হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, তাঁর বাবাকে মাথায়, গলায়, পেটে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা আজকের পত্রিকাকে জানান, হত্যার ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত