Ajker Patrika

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে হত্যা: ১১ বছর পর এসপি ও আ.লীগের ১৭ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে হত্যা: ১১ বছর পর এসপি ও আ.লীগের ১৭ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার সদর উপজেলার আগারদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে হত্যার অভিযোগে তৎকালীন জেলা পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ১৮ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

আজ বুধবার (২১ আগস্ট) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে মামলার আবেদন করেন চেয়ারম্যান আনারুলের ভাই জিয়ারুল ইসলাম। আদালত মামলাটিকে এজাহার হিসেবে নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, তৎকালীন পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবির, তৎকালীন সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি ইনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সহসভাপতি আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক জিপি লুৎফর রহমানসহ ১৮ জন।

মামলার এজাহারে বলা হয়, ‘২০১৩ সালের ৩০ ডিসেম্বর রাতে আগরদাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনারুল ইসলামকে তাঁর কদমতলার বাড়ি থেকে ধরে নিয়ে আসে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবিরের নির্দেশে সদর উপজেলার শিকড়ী এলাকায় হত্যা করে ক্রসফায়ারের নাটক সাজায়।’

সে সময় সদর থানায় মামলা না নেওয়ায় এবং ক্রসফায়ারে নিহত হওয়ার ভয়ে মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এ বি এম সেলিম জানান, আদালত মামলাটি সদর থানার ওসিকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত