Ajker Patrika

সুন্দরবনে বিষ ছিটিয়ে মাছ ধরার সময় ২ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৮: ০২
সুন্দরবনে বিষ ছিটিয়ে মাছ ধরার সময় ২ জেলে আটক

খুলনার কয়রায় সুন্দরবনে অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে দুজন জেলেকে আটক করেছে বন বিভাগ। আজ শুক্রবার ভোর ৫টায় হায়াতখালীর টহল ফাঁড়ির কালিরখাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন মহারাজপুর ইউনিয়নের শ্যামখালী গ্রামের নজরুল গাজীর ছেলে হাসান গাজী (৩৮) এবং একই ইউনিয়নের মঠবাড়ী গ্রামের মাহাবুর ঢালী (৫৬)। 

আটকের সময় তাঁদের কাছ থেকে বিষ ও অবৈধ ভেসাল জালসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

 
এ বিষয়ে বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, সুন্দরবনের হায়াতখালীর টহল ফাঁড়ির কালিরখাল এলাকায় অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় দুজন জেলেকে আটক করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত