চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদার মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ আলি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর কোমরে বাঁধা ছিল ১০ কেজি স্বর্ণ।
আজ রোববার বেলা ৪টার দিকে মাথাভাঙ্গা নদীর স্থানীয় ঘাট মোড়ে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করেন। পরে লাশের কোমর থেকে ১০ কেজি ২৬৩ গ্রাম (৮৭৯ দশমিক ৮৮ ভরি) ছোট–বড় ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। মিরাজ আলি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
আজ রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বারাদী সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন সংবাদ পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বারাদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করে। বেলা ৪টার দিকে টহলদল বিশেষ সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন স্বর্ণ চোরাকারবারি স্বর্ণসহ সীমান্ত পিলার ৮০ /১–আর–এর কাছ দিয়ে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় একজন পানিতে ডুবে মারা যান। অপরজন পালিয়ে গেছেন।
পরে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন টহল দল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ডুবে যাওয়া চোরাকারবারির লাশ অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম।
মোহাম্মদ জাহিদুর বলেন, ‘এ ঘটনায় নায়েব সুবেদার মো. জাকির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আর লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
চুয়াডাঙ্গার দামুড়হুদার মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ আলি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর কোমরে বাঁধা ছিল ১০ কেজি স্বর্ণ।
আজ রোববার বেলা ৪টার দিকে মাথাভাঙ্গা নদীর স্থানীয় ঘাট মোড়ে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করেন। পরে লাশের কোমর থেকে ১০ কেজি ২৬৩ গ্রাম (৮৭৯ দশমিক ৮৮ ভরি) ছোট–বড় ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। মিরাজ আলি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
আজ রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বারাদী সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন সংবাদ পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বারাদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করে। বেলা ৪টার দিকে টহলদল বিশেষ সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন স্বর্ণ চোরাকারবারি স্বর্ণসহ সীমান্ত পিলার ৮০ /১–আর–এর কাছ দিয়ে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় একজন পানিতে ডুবে মারা যান। অপরজন পালিয়ে গেছেন।
পরে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন টহল দল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ডুবে যাওয়া চোরাকারবারির লাশ অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম।
মোহাম্মদ জাহিদুর বলেন, ‘এ ঘটনায় নায়েব সুবেদার মো. জাকির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আর লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫