যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পৌদাউলিয়া গ্রামে এ ঘটনায় আরও দুজন জখম হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘জমিসংক্রান্ত জেরে প্রতিবেশীদের মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে।’
নিহত কামরুজ্জামান (৫৫) ছোট পৌদাউলিয়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে। আহতরা হলেন একই এলাকার কামরুজ্জামানের ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও তাঁর ছেলে আতাউর রহমান সরদার।
আহত আতাউর রহমানের স্ত্রী শান্তা রহমান জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী উসমান আলী ও হোসেন আলীদের সঙ্গে কামরুজ্জামানের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ বিকেলে কামরুজ্জামানের জমির ওপরে সীমানাপ্রাচীর দিচ্ছিলেন উসমান আলীরা। এ সময় কামরুজ্জামান বাধা দিলে উসমান আলীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে উসমান আলী ও হোসেন আলী বাড়ি থেকে হাঁসুয়া ও দা নিয়ে এসে কামরুজ্জামানকে এলোপাতাড়ি কোপ দেন। তাঁকে রক্ষা করতে আতাউর ও শাশুড়ি আনোয়ারা এগিয়ে গেলে তাঁদেরও এলোপাতাড়ি কোপানো হয়। তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্ত্তী জানান, হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে।’
যশোরের ঝিকরগাছায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পৌদাউলিয়া গ্রামে এ ঘটনায় আরও দুজন জখম হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘জমিসংক্রান্ত জেরে প্রতিবেশীদের মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে।’
নিহত কামরুজ্জামান (৫৫) ছোট পৌদাউলিয়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে। আহতরা হলেন একই এলাকার কামরুজ্জামানের ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও তাঁর ছেলে আতাউর রহমান সরদার।
আহত আতাউর রহমানের স্ত্রী শান্তা রহমান জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী উসমান আলী ও হোসেন আলীদের সঙ্গে কামরুজ্জামানের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ বিকেলে কামরুজ্জামানের জমির ওপরে সীমানাপ্রাচীর দিচ্ছিলেন উসমান আলীরা। এ সময় কামরুজ্জামান বাধা দিলে উসমান আলীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে উসমান আলী ও হোসেন আলী বাড়ি থেকে হাঁসুয়া ও দা নিয়ে এসে কামরুজ্জামানকে এলোপাতাড়ি কোপ দেন। তাঁকে রক্ষা করতে আতাউর ও শাশুড়ি আনোয়ারা এগিয়ে গেলে তাঁদেরও এলোপাতাড়ি কোপানো হয়। তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্ত্তী জানান, হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে