প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পূর্ব ভেড়ামারায় এ ঘটনা ঘটে।
ধর্ষণ ঘটনায় অভিযুক্ত রিয়াদ ওরফে ধলা (১৫) চাঁদগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পূর্ব ভেড়ামারার আব্বাস আলীর ছেলে।
ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু বলেন, রিয়াদ ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি। ভুক্তভোগী শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে রিয়াদ সেই বাড়িতে ঢুকে। শিশুটিকে খেলার ছলে সে তার বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে স্থানীয়রা এসে রিয়াদকে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং শিশুটিকে উদ্ধার করে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনিকা মুসতারি বলেন, শিশুটিকে ফরেনসিক পরীক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর বয়স ৬ বছর। রিয়াদ প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পূর্ব ভেড়ামারায় এ ঘটনা ঘটে।
ধর্ষণ ঘটনায় অভিযুক্ত রিয়াদ ওরফে ধলা (১৫) চাঁদগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পূর্ব ভেড়ামারার আব্বাস আলীর ছেলে।
ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু বলেন, রিয়াদ ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি। ভুক্তভোগী শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে রিয়াদ সেই বাড়িতে ঢুকে। শিশুটিকে খেলার ছলে সে তার বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে স্থানীয়রা এসে রিয়াদকে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং শিশুটিকে উদ্ধার করে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনিকা মুসতারি বলেন, শিশুটিকে ফরেনসিক পরীক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর বয়স ৬ বছর। রিয়াদ প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এই মামলা হয়।
১ দিন আগেযৌতুকের জন্য কোনো নারীকে তাঁর স্বামী বা স্বামীর পরিবারের কেউ বা তাঁর পক্ষে কেউ নির্যাতন করলেই সব ক্ষেত্রে ভুক্তভোগী নারীরা আর সরাসরি মামলা করতে পারবে না। কোনো কোনো ক্ষেত্রে নির্যাতিত নারীকে মামলার আগে সালিসের পথে যেতে হবে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি আইনগত সহায়তা প্রদান আইন সংশোধন করে নতুন যে
১ দিন আগেরাজধানীর মগবাজারের আবাসিক হোটেলে সন্তানসহ দম্পতির মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়া বলেই মনে করছে পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসক। এজন্য মৃত সৌদি প্রবাসী মনির হোসেনের চাচাতো চাচা ও ঢাকার হাসনাবাদে মনিরের বাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে সন্দেহ করছে পুলিশ।
৪ দিন আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ ও আয়োজকদের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ দিন আগে