Ajker Patrika

খুলনায় হরিণের মাংসসহ গ্রেপ্তার ১ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩: ২০
খুলনায় হরিণের মাংসসহ গ্রেপ্তার ১ 

খুলনার পাইকগাছায় হরিণের মাংসসহ এনামুল খাঁ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে সোলাদানা বাজার এলাকা থেকে তিন কেজি হরিণের মাংসসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 
এনামুল খাঁ উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম খাঁর ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাইকগাছা থানার উপপরিদর্শক শাহীন আলম বলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা বাজারে হরিণের মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় অভিযান চালিয়ে তিন কেজি হরিণের মাংসসহ এনামুল খাঁ নামে একজনকে আটক করা হয়। 

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, হরিণের মাংসসহ আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। তাঁকে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত