Ajker Patrika

বাগেরহাটে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে জুতাপেটার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০: ০৪
Thumbnail image

বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চরবানিয়ারি ইউনিয়নের সংরক্ষিত এক নারী ইউপি সদস্যকে জুতাপেটা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার এ ঘটনার বিচার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য কবিতা রানা।

ইউপি সদস্য কবিতা রানা বলেন, ‘চরবানিয়ারি ইউনিয়নে মোট ১৬৮টি ভিজিডি কার্ড এসেছে। এর মধ্যে চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল নিয়েছে ৮৪টি। আমার তিন ওয়ার্ডের জন্য মাত্র ছয়টি কার্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি কার্ড চেয়ারম্যান কেটে দিয়েছে। ২৩ জানুয়ারি পরিষদের সভায় চেয়ারম্যানের কাছে দুটি কার্ড বাতিলের কারণ জানতে চাইলে, চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ও তার স্বামী চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আমার ওপর হামলা চালায়। আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আমাকে জুতা পেটা করে।’ 

কবিতা রানা আরও বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল এর আগে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। এটা মানি নাই, যার কারণে আমার কার্ড দুটি কেটে দিয়েছে। উপজেলায় গিয়ে আরও চারটি কার্ড কেটে দেওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া আমাকে পরিষদে ঢুকতেও নিষেধ করেছে চেয়ারম্যান।’ 
 
অভিযোগ অস্বীকার করে চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ইউপি সদস্য কবিতা রানাকে জুতা পেটা করিনি। আমি শুধু জুতা খুলে মারার কথা বলেছি। এ ছাড়া যে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।’ 

অশোক কুমার আরও বলেন, ‘সে (নারী ইউপি সদস্য) যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তার তদন্ত হবে। ডিসি ও ডিডিএলজি আসবেন। তদন্তে সত্যতা পেলে যা হয় হবে।’

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চিতলমারী উপজেলা পরিদর্শনে গেলে একজন নারী ইউপি সদস্য আমাকে মৌখিকভাবে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত