Ajker Patrika

ছাত্রী নির্যাতন: ছাত্রলীগের সানজিদাসহ ২ অভিযুক্তের বক্তব্য শুনল ইবি কমিটি

ইবি প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৩১
ছাত্রী নির্যাতন: ছাত্রলীগের সানজিদাসহ ২ অভিযুক্তের বক্তব্য শুনল ইবি কমিটি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রীসহ দুই অভিযুক্তের বক্তব্য শুনল বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে নিরাপত্তা দিয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাঁর সহযোগী তাবাসসুম ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে দুজনকে আলাদাভাবে ডেকে প্রায় চার ঘণ্টা কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় ওই রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা লিখিত আকারে দেন তাঁরা। পরে বেলা একটার দিকে সানজিদা চৌধুরী অন্তরা বের হলেও বেলা দুইটায় বের হন তাবাসসুম ইসলাম। 

এ সময় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তদন্ত কমিটিকে সব তথ্যপ্রমাণ জানিয়েছি। তদন্ত চলছে, এখন আমি কিছুই জানাতে চাচ্ছি না। তদন্ত শেষ হলে সবাই সঠিকটা জানতে পারব।’ 

আরেক অভিযুক্ত তাবাসসুম ইসলাম বলেন, ‘আমার যা বলার, আমি তদন্ত কমিটিকে বলে দিয়েছি। এ বিষয়ে আমি বাইরে কিছু বলতে চাচ্ছি না।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘আমরা তদন্তের কাজ অনেক দূর নিয়ে গেছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করতে পারব। তদন্তে যা পেয়েছি, তা বাইরে প্রকাশ করা যাবে না। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কে অভিযুক্ত, এটা এখন বলতে পারব না। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব।’ 

এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম। 

এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির মুখোমুখি হন অভিযুক্ত দুই ছাত্রী। 

এর আগে গত শনিবার তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছেন ভুক্তভোগী। এ সময় তিনি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাঁর সহযোগীদের বিচার চেয়ে তদন্ত কমিটির কাছে চার পৃষ্ঠার লিখিত বর্ণনা দেন। 

বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

এদিকে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। আজ সোমবার এ কমিটি গঠন করা হয়। 

কমিটিতে সদস্যরা হলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহবুব আলম। 

এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারব বলে আশা রাখি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত