Ajker Patrika

কিশোরীকে ধর্ষণের দায়ে স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর সাত বছরের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ১৩
কিশোরীকে ধর্ষণের দায়ে স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর সাত বছরের কারাদণ্ড

নড়াইলের বামনহাট এলাকায় কিশোরীকে (১২) ধর্ষণের দায়ে স্বামী লিয়াকত মোল্যাকে (৬৯) সশ্রম যাবজ্জীবন ও স্ত্রী সুফিয়া বেগমকে (৫৮) সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মারুফ হোসাইন এ আদেশ দেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, নড়াইলের বামনহাট গ্রামে এক কিশোরীকে প্রতিবেশী চাচা লিয়াকত মোল্যা ধর্ষণ করেন। এ ঘটনায় লিয়াকত ও তাঁর স্ত্রীর নামে ২০২১ সালের ৬ মার্চ সদর থানায় মামলা দায়ের করা হয়। লিয়াকত ওই কিশোরীকে টাকার লোভ দেখিয়ে ঘরের মধ্যে আটকে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। একপর্যায়ে তার মা ও বোনকে ধর্ষণের বিষয়টি জানায়। 

পরে ৪ মার্চ ভুক্তভোগী পরিবারের অজান্তে কিশোরীর গর্ভপাত ঘটানোর জন্য আসামি লিয়াকত মোল্যা তাঁকে ওষুধ খাওয়ালে সে অসুস্থ হয়ে পড়ে। এই অপকর্মে লিয়াকতের স্ত্রী সুফিয়া সহযোগিতা করেন।

এ ঘটনায় লিয়াকত মোল্যাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। একই সঙ্গে সুফিয়া বেগমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত