প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সোহেল রানা ডালিম নামের এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। চিকিৎসা নিতে ওই সাংবাদিক হাসপাতালে গেলে সেখানেও তাঁকে তাড়া করে কুপিয়েছে ছাত্রলীগের নেতা–কর্মীরা। সোমবার রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।
আহত সোহেল রানা ডালিম শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল করিমের ছেলে। তিনি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে শহরের ইমার্জেন্সি রোড দিয়ে মোটরসাইকেলযোগে পত্রিকা অফিসের দিকে যাচ্ছিলেন সাংবাদিক ডালিম। এই সময় আরেকটি মোটরসাইকেল তাঁর সামনে হঠাৎ থেমে গেলে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ওই মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ডালিমের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ডালিমের পিঠে ক্ষুর দিয়ে পোঁচ দেয় ছাত্রলীগকর্মীরা।
পথচারীরা গুরুতর জখম ডালিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ছাত্রলীগ কর্মীরা এখানে গিয়ে আবারও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় হাসপাতাল চত্বরে ডালিমকে তাড়া করতেও দেখা যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল আরসালান জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডালিমের পিঠ, বুক ও হাতে গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি এখনই শঙ্কামুক্ত নন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় রাজু আহমেদকে আটক করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চুয়াডাঙ্গায় সোহেল রানা ডালিম নামের এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। চিকিৎসা নিতে ওই সাংবাদিক হাসপাতালে গেলে সেখানেও তাঁকে তাড়া করে কুপিয়েছে ছাত্রলীগের নেতা–কর্মীরা। সোমবার রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।
আহত সোহেল রানা ডালিম শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল করিমের ছেলে। তিনি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে শহরের ইমার্জেন্সি রোড দিয়ে মোটরসাইকেলযোগে পত্রিকা অফিসের দিকে যাচ্ছিলেন সাংবাদিক ডালিম। এই সময় আরেকটি মোটরসাইকেল তাঁর সামনে হঠাৎ থেমে গেলে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ওই মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ডালিমের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ডালিমের পিঠে ক্ষুর দিয়ে পোঁচ দেয় ছাত্রলীগকর্মীরা।
পথচারীরা গুরুতর জখম ডালিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ছাত্রলীগ কর্মীরা এখানে গিয়ে আবারও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় হাসপাতাল চত্বরে ডালিমকে তাড়া করতেও দেখা যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল আরসালান জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডালিমের পিঠ, বুক ও হাতে গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি এখনই শঙ্কামুক্ত নন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় রাজু আহমেদকে আটক করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪