Ajker Patrika

অস্ত্র গুলিসহ খুলনায় ২ যুবক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
অস্ত্র গুলিসহ খুলনায় ২ যুবক গ্রেপ্তার

খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার চন্দনীমহল গ্রামের সবুজ গাজীর বাড়িতে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার সবুজ গাজী (২৭) সেনহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চন্দনীমহল গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে এবং রিয়াজ হাওলাদার (২১) একই গ্রামের মোহাম্মদ সালাম হাওলাদার ছেলে 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রিয়াজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সবুজ গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। 

 সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলি, একটি ধারালো রামদা, তিনটি ধারালো ছোরা ও চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক সবুজ গাজীকেও গ্রেপ্তার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত