Ajker Patrika

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া যন্ত্রসহ আটক ৪ 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৭
রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া যন্ত্রসহ আটক ৪ 

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন রামপাল উপজেলার বর্ণী গ্রামের বাদশা শেখ (২৩), পিরোজপুরের নরখালী গ্রামের রাব্বি ইসলাম (২৪), ফকিরহাটের চিত্রা গ্রামের কার্তিক শীল (২৫), খাজুরা গ্রামের মো. আবুল কারিম (২৭)। এঁদের মধ্যে কার্তিক শীল ছাড়া অন্য তিনজন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন পদে চাকরি করেন। 

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষার যন্ত্র চুরি হয়। এ ঘটনায় ১৬ জানুয়ারি রামপাল থানায় মামলা করেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, ‘প্রথমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোর চক্রের চারজনকে আটক করি। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাব্বির এক আত্মীয়ের বাড়ি থেকে কয়লা পরীক্ষার যন্ত্রটি উদ্ধার করি।’ চুরির সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি। 

তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ বলেন, ‘চুরির সঙ্গে জড়িত তিনজন তৃতীয় পক্ষের হয়ে কাজ করেন কেন্দ্রের মধ্যে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত