Ajker Patrika

হত্যার ৪ দিনেও মামলা হয়নি, মামলার ভয়ে পুরুষশূন্য অর্ধেক গ্রাম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ৪৭
হত্যার ৪ দিনেও মামলা হয়নি, মামলার ভয়ে পুরুষশূন্য অর্ধেক গ্রাম

কুষ্টিয়ার কুমারখালীতে আমিরুল ইসলাম হত্যার চার দিন পার হলেও থানায় মামলা হয়নি। আজ শুক্রবার দুপুরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন। রাতে মামলা হওয়ার সম্ভাবনা আছে।

অন্যদিকে, হত্যার ঘটনায় হামলা ও মামলার ভয়ে পাহাড়পুর গ্রামের অর্ধেক পরিবার পুরুষশূন্য হয়ে গেছে। অনেকেই সপরিবারে গ্রামছাড়া। পুরুষশূন্য পরিবারের নারীও হামলা ও ভাঙচুরের ভয়ে ঘরের আসবাবপত্র ও গৃহপালিত পশু-পাখি নিয়ে অন্য গ্রামের আত্মীয়স্বজনের বাড়িতে নিরাপদে চলে যাচ্ছেন। 

শুক্রবার সকালে পাহাড়পুরে গিয়ে দেখা যায়, সুনসান পরিবেশ। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের অবস্থান। মাঝে মাঝে টহল দিচ্ছে তারা। গ্রামের অর্ধেক অংশেই নেই পুরুষ। বেশ কিছু ঘরবাড়িতে কোনো সদস্যই নেই। কয়েকজন নারী ঘরের আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে চলে যাচ্ছেন অন্য গ্রামে আত্মীয়ের বাড়িতে। 

নারীরা আসবাবপত্র নিরাপদে সরিয়ে নিচ্ছেনএ সময় নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন নারী বলেন, ‘এলাকায় খুন হয়েছে। হামলা ও মামলার ভয়ে পুরুষেরা পালিয়েছেন। আমরাও জান ও মালের নিরাপত্তার জন্য আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছি। পরিবেশ ঠিক হলে আবার ফিরে আসব।’

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, সমাজপতিদের দলাদলি ও উসকানিতে ২০২০ সালের ৩১ মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নেহেদ আলী (৬৫) ও বকুল আলী (৫৫) নামের আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন নিহত নেহেদ আলীর ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে ১ এপ্রিল ২৮ জনকে আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গ্রেপ্তারের ভয়ে আসামিরা। সেই সঙ্গে প্রাণভয়ে পালিয়ে যায় অর্ধশতাধিক পরিবার। ওই ঘটনার জেরে গত মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের লোকজন আমিরুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। 

নিহতের স্ত্রী জহুরা খাতুন বলেন, ‘খুনের বদলা নিতে প্রতিপক্ষরা বাড়িতে এসে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। থানায় মামলা করব। আমি এ হত্যার বিচার চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত