Ajker Patrika

কয়রায় পুকুর থেকে বাবা-মা-মেয়ের মরদেহ উদ্ধার 

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২: ৫৪
কয়রায় পুকুর থেকে বাবা-মা-মেয়ের মরদেহ উদ্ধার 

খুলনার কয়রায় বাবা, মা ও মেয়েকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন হাবিবুর রহমান (৩০), তাঁর স্ত্রী বিউটি খাতুন (২৬) ও মেয়ে হাবিবা খাতুন টুনি (১৩)। তাঁরা উপজেলার ২ নম্বর বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, হাবিবুর পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণির ছাত্রী। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, যে তিনজনকে হত্যা করা হয়েছে, তাঁরা আমার পরিচিত। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানতে পেরেছি। তবে কেন বা কী কারণে তাঁদের হত্যা করা হয়েছে, সে সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। 

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গোপনের চেষ্টায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত