Ajker Patrika

ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১: ১৪
ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামে এক লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল আটটায় বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করত। আজ সকালে তাঁকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় শাহিনের বাড়ির পাশের রাস্তার ওপর তাঁর ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। পরে রনজিৎ কুমার নামে স্থানীয় একজন তাঁর মরদেহ কলা বাগানে পড়ে থাকতে দেখেন। শাহিনকে তার বা শক্ত কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া বলেন, 'সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তাঁকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বা কারা তাঁকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত