Ajker Patrika

মোটরসাইকেল চালককে হত্যা মামলায় ৩ জনের নামে চার্জশিট  

যশোর প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭: ১১
মোটরসাইকেল চালককে হত্যা মামলায় ৩ জনের নামে চার্জশিট  

যশোরের চৌগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক কায়েম আলী হত্যা মামলায় তিনজনের নামে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ। 

আসামিরা হলেন চৌগাছার সৈয়দপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে অন্তর হোসেন লিমন, আজগর আলীর ছেলে ইয়াসিন ও নওগাঁ সদরের শৈলকুপা আপিপাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাহিম মণ্ডল রায়হান। 

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা মাগুরা পৌরসভার একটি ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা ঈদের কেনাকাটার টাকার প্রয়োজনে ছিনতাইয়ের পরিকল্পনা করে মাগুরা থেকে যশোরে আসেন। কায়েম আলীর ভাড়ায় চালিত মোটরসাইকেলে উঠে তাঁরা চৌগাছার সৈয়দপুর গ্রামের দিকে রওনা দেন। পথে তাঁরা মোটরসাইকেল থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় কায়েম আলী বাধা দিলে তাঁকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান আসামিরা। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই তিনজনের নামে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ইয়াসিনকে পলাতক দেখানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল সকালে চৌগাছা উপজেলার সৈয়দপুর মাঠের মধ্য থেকে কায়েম আলীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চৌগাছা থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন মৃতের স্ত্রী যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত