Ajker Patrika

সেতু থেকে পানিতে ফেলে ২ শিশুকে হত্যা, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪৬
সেতু থেকে পানিতে ফেলে ২ শিশুকে হত্যা, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় চুল কাটতে নিয়ে যাওয়ার কথা বলে লালনশাহ সেতু থেকে মেয়ে মুন্নী খাতুন (১০) এবং ছেলে মুনসুর (৫) নামে দুই শিশু সন্তানকে পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল মালেককে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-০২ এর বিচারক মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় প্রদান শেষে আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আব্দুল মালেক ভেড়ামারা উপজেলার বাহির চর ১২ দাগ এলাকার আ. সামাদের ছেলে। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেন।

মামলা সংক্ষিপ্ত বিবরণ এবং এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ আগস্ট সকালের দিকে মেয়ে মুন্নী খাতুন (১০) এবং ছেলে মুনসুর (৫) নামের দুই সন্তানকে ভেড়ামারা ফেরিঘাট এলাকায় সেলুনে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় তাদের বাবা আব্দুল মালেক। এরপর ঈশ্বরদী গামী একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়িতে উঠে লালন শাহ সেতুর মাঝখানে দুই সন্তানসহ নেমে পড়েন মালেক।

এরপর প্রথমে মেয়ে শিশু মুন্নী খাতুন এবং পরে ছেলে মুনসুর সেতু থেকে নিচে পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করেন। পরে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার পরেদিন শিশুদের মা ও মালেকের স্ত্রী মমতাজ খাতুন বাদী হয়ে তাঁর স্বামী মালেকের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারিতে মামলা তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক রিয়াজুল ইসলাম মালেকের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত