দুই পোষা কুকুরের মধ্যে ঝগড়া দুই মালিকের মধ্যে গড়িয়েছে। এর জের ধরে ক্ষিপ্ত এক মালিকের এলোপাতাড়ি গুলিতে দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে। ভারতের ইন্দোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
এনডিটিভি জানিয়েছে, একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী রাজপাল সিং রাজাওয়াত বারান্দা থেকে গুলি ছুঁড়েছিলেন। তার গুলিতে আরও ছয় জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কৃষ্ণবাগ কলোনির গলিতে রাজাওয়াত ও তাঁর প্রতিবেশী বিমল অচলা (৩৫) নিজ নিজ পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হলে ঘটনার সূত্রপাত হয়। কুকুর দুটি একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিগগিরই তা দুই মালিকের ঝগড়ায় রূপ নেয়।
তাদের ঝগড়া দেখে আশপাশের মানুষ জড়ো হতে থাকেন। এক পর্যায়ে রাজাওয়াত দৌড়ে ঘরে গিয়ে রাইফেল বের করে বারান্দা থেকে জটলার দিকে গুলি ছুঁড়তে থাকেন। এতে আটজন আহত হন। সবাইকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে অচলা ও আরেক প্রতিবেশী রাহুল বার্মাকে (২৭) চিকিৎসক মৃত ঘোষণা করে।
আহত বাকি ছয়জনের দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় রাজাওয়াত, তাঁর ছেলে সুধীর ও আরেক আত্মীয়কে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গোয়ালিয়রের বাসিন্দা রাজাওয়াতের লাইসেন্স করা ১২–বোর রাইফেল ছিল। সেজন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান তাঁকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেয়।
এনডিটিভির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাজাওয়াত ঘরের বারান্দা থেকে সড়কে অস্ত্র তাক করার আগে সতর্ক করার জন্য উপরের দিকে গুলি ছুঁড়েন। গুলির শব্দের সঙ্গে রাস্তায় মানুষের চিৎকারও শোনা যাচ্ছিল।
দুই পোষা কুকুরের মধ্যে ঝগড়া দুই মালিকের মধ্যে গড়িয়েছে। এর জের ধরে ক্ষিপ্ত এক মালিকের এলোপাতাড়ি গুলিতে দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে। ভারতের ইন্দোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
এনডিটিভি জানিয়েছে, একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী রাজপাল সিং রাজাওয়াত বারান্দা থেকে গুলি ছুঁড়েছিলেন। তার গুলিতে আরও ছয় জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কৃষ্ণবাগ কলোনির গলিতে রাজাওয়াত ও তাঁর প্রতিবেশী বিমল অচলা (৩৫) নিজ নিজ পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হলে ঘটনার সূত্রপাত হয়। কুকুর দুটি একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিগগিরই তা দুই মালিকের ঝগড়ায় রূপ নেয়।
তাদের ঝগড়া দেখে আশপাশের মানুষ জড়ো হতে থাকেন। এক পর্যায়ে রাজাওয়াত দৌড়ে ঘরে গিয়ে রাইফেল বের করে বারান্দা থেকে জটলার দিকে গুলি ছুঁড়তে থাকেন। এতে আটজন আহত হন। সবাইকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে অচলা ও আরেক প্রতিবেশী রাহুল বার্মাকে (২৭) চিকিৎসক মৃত ঘোষণা করে।
আহত বাকি ছয়জনের দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় রাজাওয়াত, তাঁর ছেলে সুধীর ও আরেক আত্মীয়কে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গোয়ালিয়রের বাসিন্দা রাজাওয়াতের লাইসেন্স করা ১২–বোর রাইফেল ছিল। সেজন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান তাঁকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেয়।
এনডিটিভির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাজাওয়াত ঘরের বারান্দা থেকে সড়কে অস্ত্র তাক করার আগে সতর্ক করার জন্য উপরের দিকে গুলি ছুঁড়েন। গুলির শব্দের সঙ্গে রাস্তায় মানুষের চিৎকারও শোনা যাচ্ছিল।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫