Ajker Patrika

মুম্বাইয়ে ব্যস্ত রাস্তায় হঠাৎ গোলাগুলি, আতঙ্ক

মুম্বাইয়ে ব্যস্ত রাস্তায় হঠাৎ গোলাগুলি, আতঙ্ক

ভারতের মুম্বাইয়ের একটি রাস্তায় প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রোববার সড়কে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই গোলাগুলির সূত্রপাত। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, মূল সড়কের পাশে পার্ক করে রাখা গাড়ির আশপাশে কিছু লোক বসে আছেন। হঠাৎ বিপরীত দিক থেকে গোলাগুলি শুরু হয়। ওই সময় রাস্তায় স্বাভাবিক যান চলাচল ছিল। গোলাগুলি চলতে থাকলে কিছু মানুষ ছোটাছুটি শুরু করেন। কাউকে কাউকে পার্ক করে রাখা গাড়ির আড়ালে লুকানোর চেষ্টা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অম্বরনাথে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রথমে দুজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুটি গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। একটি গ্রুপ হঠাৎ করেই অপর গ্রুপের লোকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। 

শিবাজিনগর পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত