Ajker Patrika

‘নারীর ভিডিও কলের ফাঁদে’ ব্যবসায়ী, খোয়ালেন প্রায় ৩ কোটি রুপি

‘নারীর ভিডিও কলের ফাঁদে’ ব্যবসায়ী, খোয়ালেন প্রায় ৩ কোটি রুপি

নারীর ভিডিও কলের ফাঁদে পড়ে প্রায় ৩ কোটি রুপি খোয়ানোর অভিযোগ করেছেন ভারতের এক ব্যবসায়ী। ভুক্তভোগী ওই ব্যবসায়ী দেশটির গুজরাট রাজ্যের বাসিন্দা। এক পুলিশ কর্মকর্তার বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ আগস্ট তিনি এক নারীর ভিডিও কল পান। আর এই ভিডিও কলের ফাঁদে শেষ পর্যন্ত ২ কোটি ৬৯ লাখ রুপি খোয়ান বলে অভিযোগ তাঁর। ভিডিও কলে ওই নারী নিজের নাম বলেন রিয়া শর্মা। নিজেকে একই রাজ্যের মরবি জেলার বাসিন্দা দাবি করেন তিনি। 

ভিডিও কল চলাকালে ওই ব্যবসায়ীকে বিবস্ত্র হতে রাজি করান ওই নারী। হঠাৎ করেই তিনি কলটি কেটে দেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে ৫০ হাজার রুপি দাবি করেন। না দিলে তাঁর বিবস্ত্র ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। 

কয়েক দিন পর ভুক্তভোগী ব্যবসায়ীকে ফোন দেন অপর এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের পরিদর্শক বলে দাবি করেন। তাঁর কাছে ওই ভিডিও ক্লিপ আছে জানিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ রুপি নেন। 

এরপর ১৪ আগস্ট আরেক ব্যক্তি ওই ব্যবসায়ীকে ফোন দিয়ে নিজেকে দিল্লি পুলিশের সাইবার সেলের সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি ৮০ লাখ ৯৭ হাজার রুপি দাবি করেন। এ ছাড়া জানান, ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 

এনডিটিভির প্রতিবেদনে আরও জানানো হয়, ওই ব্যবসায়ী এসব অর্থ পরিশোধ করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি মামলাটি মীমাংসা করে দিতে সাড়ে ৮ লাখ রুপি দাবি করেন। তাঁকে দিল্লি হাইকোর্টের নামে একটি ভুয়া আদেশ দেখিয়ে মামলাটির কার্যক্রম বন্ধ করার কথা জানানো হয়। 

গত ১৫ ডিসেম্বর পর্যন্ত চাদার অর্থ দেওয়া অব্যাহত রেখেছিলেন ওই ব্যবসায়ী। তবে একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় তাঁর। এর পর গত মঙ্গলবার (১০ জানুয়ারি) পুলিশের সাইবার অপরাধ বিভাগে অভিযোগ করেন তিনি। ১১ জনের বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ রুপি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত