Ajker Patrika

হাউজিং সোসাইটি থেকে বরখাস্ত, ডজনখানেক গাড়িতে অ্যাসিড ঢেলে প্রতিশোধ

হাউজিং সোসাইটি থেকে বরখাস্ত, ডজনখানেক গাড়িতে অ্যাসিড ঢেলে প্রতিশোধ

একটি হাউজিং সোসাইটিতে গাড়ি ধোয়ার কাজ করতেন তিনি। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই তাঁকে বরখাস্ত করা হয়। চাকরি হারিয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) পুলিশ জানিয়েছে, চাকরি হারানোর প্রতিশোধ নিতে ডজনখানেক গাড়িতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়দা শহরে। পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগ অনুসারে, ২৫ বছর বয়সী ওই ব্যক্তি হাউজিং সোসাইটিতে ২০১৬ সাল থেকে কাজ করছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের দেওয়া তথ্যমতে, গত বুধবার শহরের একটি হাউজিং সোসাইটিতে অ্যাসিড ঢেলে গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র সিংয়ের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রামরাজ নামে ওই যুবক হাউজিং সোসাইটিতে গাড়ি ধোয়ার চাকরি করতেন। তবে সোসাইটির কিছু লোক যারা তাঁকে চাকরি দিয়েছিলেন, তাঁরা কাজে সন্তুষ্ট ছিলেন না। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়। এরপর গত বুধবার রামরাজ হাউজিং সোসাইটিতে প্রবেশ করে একে একে ডজনখানেক গাড়িতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেন। 

পরে ক্ষতিগ্রস্তরা সিসিটিভি ফুটেজে দেখতে পান, এই কর্মকাণ্ডের পেছনে রয়েছেন রামরাজ। তবে জানাজানি হওয়ার আগেই তিনি চম্পট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে সকাল সোয়া ৯টার দিকে। 

এরপর সোসাইটির নিরাপত্তা কর্মকর্তা রামরাজের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন এবং তাঁকে ধরে আনেন। বিষয়টি ফ্ল্যাট মালিক সমিতি পর্যন্ত গড়ালে তাঁরা থানায় অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 

পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র সিং বলেন, জিজ্ঞাসাবাদে রামরাজ বলেছেন, কেউ একজন তাঁকে অ্যাসিড দিয়েছে। তবে ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি। যদিও তাঁর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ করেছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত