‘চেলসিকে নিয়ে সবার সন্দেহ ছিল, এবার চেলসিই চ্যাম্পিয়ন’
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে কোনো রকমে চার নম্বরে জায়গা করে নিয়েছে চেলসি। দলের এমনই অবস্থা যে তাদের খেলতে হয়েছে কনফারেন্স লিগও। এই দলকে নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে বাজি ধরার মতো লোক খুম কমই ছিলেন। যেখানে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজির মতো ক্লাব খেলছে এই টুর্নামেন্টে।