ব্লেইজ মেট্রুয়েলি হচ্ছেন এমআই৬-এর নতুন প্রধান
ব্রিটিশ পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এমআই৬ (MI6)-এর ১১৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো একজন নারীকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্লেইজ মেট্রুয়েলি, যিনি ১৯৯৯ সালে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসে যোগ দিয়েছিলেন, প্রতিষ্ঠানটির ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন চলতি বছরের শেষ দিকে।