Ajker Patrika

৩০ বছর ধরে পলাতক ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১০: ৫৫
৩০ বছর ধরে পলাতক ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা গ্রেপ্তার

প্রায় ৩০ বছর পলাতক থাকা ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা দেনারোকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। 

বিবিসির খবরে বলা হয়, ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ আসামির তালিকায় নাম আছে ম্যাতেও মেসিনা দেনারোর। ৩০ বছর ধরে ওই মাফিয়াকে ধরার চেষ্টা করছিল ইতালির পুলিশ। কিন্তু লোকটি আসলে দেখতে কেমন, তার কোনো নির্ভুল তথ্য তাদের হাতে ছিল না। 

ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসিনা ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপি নিতে ভুয়া নামে পালেরমোর ওই হাসপাতালে যেতেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে যে অভিযান চালানো হয়, তাতে সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন। গ্রেপ্তারের পর মেসিনাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 

কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান মেসিনার বিরুদ্ধে অসংখ্য হত্যার অভিযোগ রয়েছে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০০২ সালে পলাতক অবস্থায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মেসিনা নিজেই একবার বলেছিলেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন, তাঁদের দিয়ে একটি কবরস্থান ভরিয়ে ফেলা যাবে। 

১৯৯২ সালে মাফিয়াবিরোধী দুজন সরকারি কৌঁসুলি, ১৯৯৩ সালে মিলান, রোম ও ফ্লোরেন্স শহরে প্রাণঘাতী বোমা হামলা এবং মাফিয়া থেকে রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী হওয়া এক ব্যক্তির ১১ বছরের ছেলেকে অপহরণ, নির্যাতন ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ইতালির আদালতে মেসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত