Ajker Patrika

বিমানবন্দর থেকে ইয়াবাসহ আটক ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৩, ১৮: ২৪
বিমানবন্দর থেকে ইয়াবাসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইয়াবাসহ নূর মোহাম্মদ (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ হাজার ২৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়। 

আটক নূর মোহাম্মদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী গ্রামের মো. ইসমাইলের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিল। বেলা ১১ টার দিকে নূর মোহাম্মদকে পাবলিক টয়লেটের সামনে দেখতে পায় অভিযানকারী দল। এ সময় তাঁকে অপ্রস্তুত এবং সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

এস এম মিজানুর রহমান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের কথা অস্বীকার করেন নূর মোহাম্মদ। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন তিনি। তিনি নিজেই তাঁর কাছে থাকা ইয়াবা বের করে দেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ২০১৮ সালে নূর মোহাম্মদকে ইয়াবাসহ আটক করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিল এয়ারপোর্ট এপিবিএন। বর্তমানে সেই মামলায় জামিনে আছেন তিনি। জামিনে বের হয়ে তিনি আবারও ইয়াবা কারবারে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে পূর্বে মাদকসংক্রান্ত অন্তত আরও দুটি মামলা রয়েছে। আটক মাদক কারবারির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত