ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন কামরুল মাতুব্বর (৩২) ও ছলেমান শরীফ (৩৫)। তাদের উভয়ের বাড়ি জান্দি গ্রামে। এ সময় আমিনুল নামের আরও একজন আহত হয়েছেন।
জানা যায়, স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে তাঁরা তিনজন বাড়ি ফিরছিলেন। পথে তাঁদের ওপর সন্ত্রাসী হামলা হয়।
এলাকাবাসী জানায়, জান্দি গ্রামে দুটি গ্রুপের দুজন নেতৃত্ব দিয়ে আসছেন। এক গ্রুপের নেতৃত্বে ছিলেন নিহত কামরুল মাতুব্বর ও অন্য গ্রুপের নেতৃত্ব দেন জামাল শেখ। এলাকায় বেশ কিছুদিন ধরে এই দুজনের মধ্যে কোন্দল চলছিল। গত দুই সপ্তাহ ধরে জামাল গ্রুপের কয়েকজন সমর্থক কামরুল মাতুব্বরের সঙ্গে যোগ দেওয়ায় ক্ষিপ্ত হন জামাল।
সেই জের ধরে ঘটনার রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে আমিনের মোটরসাইকেলে কামরুল, ছলেমান, আমিনুল বাড়ি ফিরছিলেন। রাস্তায় ওত পেতে থাকা প্রতিপক্ষ জামালসহ গ্রুপের আনুমানিক ১৫ জন তাঁদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালান।
এ সময় ঘটনাস্থলে ছলেমান শরীফ নিহত হন। গুরুতর আহত কামরুল মাতুব্বরকে রাতেই স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গাড়িতেই রাত ২টার দিকে তিনি মারা যান। আর চালক আমিনুল গাড়ি ফেলে দৌড়ে প্রাণে বাঁচেন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এই হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন কামরুল মাতুব্বর (৩২) ও ছলেমান শরীফ (৩৫)। তাদের উভয়ের বাড়ি জান্দি গ্রামে। এ সময় আমিনুল নামের আরও একজন আহত হয়েছেন।
জানা যায়, স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে তাঁরা তিনজন বাড়ি ফিরছিলেন। পথে তাঁদের ওপর সন্ত্রাসী হামলা হয়।
এলাকাবাসী জানায়, জান্দি গ্রামে দুটি গ্রুপের দুজন নেতৃত্ব দিয়ে আসছেন। এক গ্রুপের নেতৃত্বে ছিলেন নিহত কামরুল মাতুব্বর ও অন্য গ্রুপের নেতৃত্ব দেন জামাল শেখ। এলাকায় বেশ কিছুদিন ধরে এই দুজনের মধ্যে কোন্দল চলছিল। গত দুই সপ্তাহ ধরে জামাল গ্রুপের কয়েকজন সমর্থক কামরুল মাতুব্বরের সঙ্গে যোগ দেওয়ায় ক্ষিপ্ত হন জামাল।
সেই জের ধরে ঘটনার রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে আমিনের মোটরসাইকেলে কামরুল, ছলেমান, আমিনুল বাড়ি ফিরছিলেন। রাস্তায় ওত পেতে থাকা প্রতিপক্ষ জামালসহ গ্রুপের আনুমানিক ১৫ জন তাঁদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালান।
এ সময় ঘটনাস্থলে ছলেমান শরীফ নিহত হন। গুরুতর আহত কামরুল মাতুব্বরকে রাতেই স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গাড়িতেই রাত ২টার দিকে তিনি মারা যান। আর চালক আমিনুল গাড়ি ফেলে দৌড়ে প্রাণে বাঁচেন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এই হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫