Ajker Patrika

শরীয়তপুরে রিকশাচালককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১৮: ২২
Thumbnail image

শরীয়তপুর সদর উপজেলায় সাত্তার ফকির (৫৫) নামে এক রিকশাচালককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় দিকে সদর উপজেলার দেওভোগ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাত্তার ফকিরের বাড়ি দেওভোগ গ্রামে। ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে। 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পূর্ববিরোধের জের ধরে দেওভোগ গ্রামে সাত্তার ফকির নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাত্তার ফকিরের সঙ্গে তাঁর সৎভাই কামাল ফকির ওরফে কামু ফকিরের পূর্ববিরোধ ছিল। গত শবে বরাতের রাতে তুচ্ছ ঘটনায় সাত্তার ফকির ও কামাল ফকিরের ছেলেদের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় কামাল ফকির বাদী হয়ে সাত্তার ফকির, সাত্তার ফকিরের স্ত্রী ও ছেলেমেয়েদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে তাঁরা কিছুদিন জেল খেটে জামিনে আসেন। 

পূর্ববিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কামাল ফকির ও তাঁর ছেলেরা লোকজন নিয়ে সত্তার ফকিরকে বাড়ি থেকে ধরে রাস্তায় নিয়ে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই এলাকার এসকান্দার ফকিরের ছেলে ইমরান ফকির (১৫), দেলোয়ার হোসেন দিলু মাদবরের ছেলে শিহাব মাদবর (১৫) ও বাবুল মোল্যার ছেলে মাহফুজ মোল্যাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত