মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরে আল আমিন (২৫) নামের এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বলেন, মুক্তারপুর ব্রিজ থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা বিকেলে অটোতে ওঠেন। পরে রাতে দিঘিরপাড় বাজার এলাকা থেকে ফেরার পথে আসামিরা অটোটি ছিনতাইয়ের চেষ্টা করেন এবং চালককে ছুরিকাঘাত করে।
পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল উদ্ধার করা হয় এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিশুক চালককে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুর এলাকায় দুষ্কৃতকারী মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ মিশুক চালক আল-আমিনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দুই ছিনতাইকারীকে বাধা দেয় মিশুক চালক। পরে তাঁরা সুইচ গিয়ার দিয়ে অটোচালক আল-আমিনকে ছুরিকাঘাত করে।
পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি অবস্থায় অটোচালক আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীপুর থানায়।
মুন্সিগঞ্জ সদরে আল আমিন (২৫) নামের এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বলেন, মুক্তারপুর ব্রিজ থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা বিকেলে অটোতে ওঠেন। পরে রাতে দিঘিরপাড় বাজার এলাকা থেকে ফেরার পথে আসামিরা অটোটি ছিনতাইয়ের চেষ্টা করেন এবং চালককে ছুরিকাঘাত করে।
পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল উদ্ধার করা হয় এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিশুক চালককে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুর এলাকায় দুষ্কৃতকারী মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ মিশুক চালক আল-আমিনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দুই ছিনতাইকারীকে বাধা দেয় মিশুক চালক। পরে তাঁরা সুইচ গিয়ার দিয়ে অটোচালক আল-আমিনকে ছুরিকাঘাত করে।
পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি অবস্থায় অটোচালক আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীপুর থানায়।
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। ঘটনার ২৯ বছর পর আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
২ ঘণ্টা আগেবৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগে